মসনদ থেকে মন্দির মসজিদ যত  
উপাসনালয় শিক্ষালয়ের নেতা ।
কে ধোয়া তুলসী পাতা ?
কে ধোয়া তুলসী পাতা ?
খুঁজে দেখি চোর ডাকাতের চেয়ে
তোরাই তো কুকর্মের বড় হোতা !


নিজের পশ্চাতে ছিদ্র রেখে খুঁজো
কেন অন্যের পশ্চাতে ছিদ্র ?  
পবিত্রস্থান থেকে কেন ছিদ্রান্বেষণে,  
অনিষ্ঠ সাধনে থাকো বিনিদ্র ?
  
জন্মে আছে যাদেরই আজন্ম পাপ  
তাদেরই তো দেখি দোর্দন্ড প্রতাপ !  


তোরা হর্তাকর্তা হয়েও, যদি করে  
চল যত সীমাহীন অন্যায় ।
তবে এই ভবে তো সবে ভাসবেই
অন্যায়ের আগ্রাসী বন্যায় !


কেন তোরা নেতৃত্ব দাও মোদের,
যাদের মোটেও নাই সুচরিত্র ?
কেন তা কর অপবিত্র ?
কেন তা কর অপবিত্র ?
জানোনা ঐ স্থানগুলো মোদের যে  
জান মালের চেয়েও অতি পবিত্র !  


রচনাকালঃ- সকাল- ৯.১১টা, বুধবার, ২৪ চৈত্র ১৪২৭,
৭ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।