আমার দলকে ক্ষমতায় নিতে আর টিকিয়ে রাখতে সরকার
আমি প্রতিবাদী আজও প্রতিবাদ করে বক্তৃতা মারি খুর ধার
তাতে হয়েছিও সময়ের সফল এক নেতা ।
আমি শিল্পীর জাতি আমার তো হওয়াই উচিৎ না প্রতিবাদী
পুরস্কার পদ পদবী পেতে আমিও সদা সরকারি সুবিধাবাদী
শুধু মনোরঞ্জনে রঙ্গমঞ্চের এক অভিনেতা ।


আমি গল্প কবিতা উপন‍্যাস লিখে কুড়াতে চাই অর্থ খ‍্যাতি
প্রতিবাদ নয় জানাই সহানুভূতি লেখি শুধু প্রকৃতি প্রেমপ্রীতি
স্তুতি গাইতে আমি তুলনাহীন লেখক কবি ।
ভাস্কর্য চারু কারু শিল্প গড়াই আমার একমাত্র ধ‍্যান জ্ঞান  
প্রতিবাদ প্রতিকার করে আমি সেই বিবাদে জড়াবো ক‍্যান ?
মনের খেয়ালে এঁকে যাবো রঙবেরঙে ছবি ।


আমি ব‍্যবসায়ী প্রতিবাদ করলে আমার ব‍্যবসা উঠবে লাটে
ঋণখেলাপি হয়ে জেলখানায় পঁচে মরতে কয়েদি হবে খেটে
তার চেয়ে সরকারের ইন্ধনে করি মূল‍্য বৃদ্ধি ।
আমি অর্থনীতিবিদ সরকারের সুহৃদ আমিও তো বুদ্ধিজীবী
দেশের প্রবৃদ্ধির সুচক বাড়িয়ে বানাই স্বীয় সম্পদের ঢিবি
বোকার মতো প্রতিবাদ নয় বলি হচ্ছে সমৃদ্ধি ।


সরকারি চাকুরে বন্দি বাহুডরে করে কি প্রতিবাদ প্রতিকার
কাজেই ক্ষমতায় গিয়ে রসিয়ে রসিয়ে মজা মারছে সরকার
গনতন্ত্র যেন গরীবের পরমা সুন্দরী বিধবা বধু ।
বিধবার মতো অভিভাবকহীন প্রজাতন্ত্রের গদি নিলে দখলে
সেথায় অনন্তকাল থাকা যায় ঐ বুদ্ধিজীবীদের কিনে রাখলে
গনতন্ত্রের মন্ত্রে সব বশ করে মনভরে খাও মধু ।


তাই প্রতিবাদ করলে করুক একাই মরে মরুক চাঁছাছোলা
চাষাদের পক্ষে সেই রুখে দাঁড়াক যেহেতু সে চাষার পোলা
কারণ সবাই তো সুবিধাভোগী মরে শুধুই চাষা ।
সিংহভাগ হলেও ওরা থাকে সবাই ছন্নছাড়া বহুদলে বিভক্ত
নেতারাই ওদের করল সারা তবু বোকারা ওদেরই হয় ভক্ত
বেচারারা বারবার ঠকলেও ভূলেনা মিথ‍্যা আশা  ।


রচনাকালঃ- রাত ১০.০৪টা, বৃহস্পতিবার, ১০ চৈত্র ১৪২৮, ২৪ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা ।