জন্মেই দেখল শিশুটি মাথার উপর তার;
আজন্ম ঋনের পাহাড় চেপে দিয়েছে রাষ্ট্র আর পরিবার ।
যোগানও নেই তার শরীর গঠনের প্রয়োজনীয় পুষ্টি পাবার ।
তবুও এ ধরায় প্রতিনিয়ত জন্মাচ্ছে শিশু হাজার হাজার !
                                        কে নেবে এই দায়ভার ?


যদিও ঐ শিশুরা কোনভাবে বেঁচে যায়,
কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় কিংবা উদাসীনতায়,
মিথ্যা মামলায় জুলুম অত্যাচার আর পাশবিকতায়,
বেঘোরে প্রান যায় তাদের মা-বাবার !
                                         কে নেবে এই দায়ভার ?


এই জঘন্য ভোগবাদী রাজনীতির জন্য,
নারীরাও হয়েছে যেন আজ ভোগ্য পণ্য ।
কুলাঙ্গারেরা মহানন্দে স্বার্থ চরিতার্থে  ধন্য ধন্য।
তারা করেনা কার্পণ্য ধর্ষণের পর করতে প্রান সংহার !
                                         কে নেবে এই দায়ভার ?


নির্বাচনী বাজারে পাপীরাও দামী আছে যে তার ভোটাধিকার !
সুযোগ বুঝে তাই তারাও বাড়িয়েছে অশ্লীলতা জেনা ব্যভিচার ।
এদেরই জন্যে প্রাসাদ কন্যারাও ভাগ্যবরণ করছে পতিতার ,
বেশুমার মানুষ হারাচ্ছে স্বজন কারো কারো ভাঙ্গছে সংসার !
                                        কে নেবে এই দায়ভার ?      


অন্ধ সমর্থকদের ভোটে আর জোটে দস্যুরাও গড়ে সরকার ।
পরে জনতারই সাথে অবিচার করে তার জানমালও ছারখার !
চৌদ্দ গোষ্ঠীর বিলাসিতার তরে দেশের সম্পদ করে পাচার !
সমাজ হয় দেউলিয়া বাড়ে বেকার চারিদিক পড়ে হাহাকার !
                                       কে নেবে এই দায়ভার ?


প্রকট অন্ধ এ রাজনীতির প্রবল প্রভাবে......
ধর্মকেও রাখেনি তারা তার স্বীয় স্বভাবে ।
তাই খোদ রাজনীতিটাই ভুগছে নীতির অভাবে ।
মানুষ অমানুষ হয়ে তাই করছে কত অনাচার অবিচার !
                                       কে নেবে এই দায়ভার ?


পুঁজিবাদের হচ্ছে চরম আধিপত্য বিস্তার ।
পণ্য দাসত্বে যেন কারোই নেই নিস্তার !
অখাদ্য কুখাদ্যের বাণিজ্যে বিজ্ঞাপন চটকদার,
ভেজাল পণ্যেও ভরে যাচ্ছে বিশ্ব বাজার !
                                     কে নেবে এই দায়ভার ?


জুয়া নেশায় মাদকতায় ভরে যাচ্ছে দেশ ।
সমাজে সংসারে পড়ছেও এর গভীর রেশ ।
কিন্তু মাদক ব্যবসায়ীদের দিন যাচ্ছে বেশ !
এতে পুরো যুব সমাজটাই হচ্ছে বিপথগামীতার শিকার !
                                    কে নেবে এই দায়ভার ?


দুর্নীতি ছড়িয়েছ সমাজের শিরায় উপ-শিরায়,
যে কোন উপায় সবায় শুধু টাকা কামাতে চায় ।
গোটা সমাজ যেন পরিণত হয়েছে বিকারগ্রস্থতায় ।
পরের ধন, রাষ্ট্রীয় সম্পদ মহোৎসবে সবায় করছে উজার !
                                    কে নেবে এই দায়ভার ?


দেশে দেশে বাড়ছে হিংসা চলছে জাতিগত নিধন ।
কত মানুষ অকস্মাৎ হারাচ্ছে তার যক্ষের ধন ।
লোক সমাবেশে কারা বোমা ফাটাচ্ছে যখন তখন ।
অথচ কোন সরকার করছেই না কেন এর প্রতিকার ?  
                              তবে কে নেবে এই দায়ভার ?
                                   কে নেবে এই দায় ভার ?


মনুষ্য বুদ্ধির বর্জ্যে, জাহেলিয়াত ফিরে এসেছে আবার ।
বাঁচতে চাইলে এ সমাজকে করতে হবে পুনঃসংস্কার......
                               কিন্তু এ সাধ্য আছে কার ?


সবাই হতে চায় নেতা যদিও তারা কুকর্মের হোতা !
ওরে নেতা নাম্নী ক্ষমতা লোভী মুঢ়েরা........
কক্ষনও শুননি কি তোরা ?
যে খলিফা উমর ফারুক (রাঃ)স্বর্গের টিকিট পেয়েছিল জীবদ্দশায়,
রাজ্যের প্রান্তে ভাঙ্গা সেতু পার হতে শুধু এক ছাগলের পা ভাঙ্গায়,
সেই দায়ে স্রষ্টা বহু বছর দাঁড়িয়ে রেখেছিল তারে স্বর্গের দরজায় ।
আর তুই পাপী কুলাঙ্গার,  কেনরে ব্যকুল ঐ পবিত্র দায়িত্ব নেবার ?
তোমারই অযোগ্যতায় আর কুকর্মে সবই তো হল ছারখার !
                            বল, এখন  কে নেবে এই দায় ভার ?