আরে বছর বছর ( ২ )
বাংলাদেশে বৈশাখ মাসে
কেন আসে কাল বৈশাখীর ঝড়
জানো সেই খবর
কেউ কি জানো সেই খবর ?  ( ২ )


এক ঝটকায় দেখে যায়
আর ধাক্কা দিয়ে শেখায়
বাঙালী আর থাকো না রে নড়বড় ।  


যে জন উদাস থাকে
এই ঝড় যে তাকে  
উড়িয়ে নেয় সেই সুদূর তেপান্তর ।
  
       ঐ ( ২ )


খড় ছন লতা পাতা
কি সব দিয়ে যা তা
আজও এমনতর কেন রে বাঁধো ঘর ?


তোরা এখনও কেন
এতটা আলসে হেন
কর যেন সব কিছুতেই পর নির্ভর !


      ঐ ( ২ )


দুনিয়া তো যায় এগিয়ে
তোরা কেন পর পিছিয়ে ?  
তোদেরই মাটি-মাথা যে সেরা উর্বর !


হও কাল বৈশাখীর মত
বিশ্বের সবে হবেও নত
তাই কোমর শক্ত কর রে বাঙালী
কোমর শক্ত কর ।  


    ঐ ( ২ )


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৫৮টা, সোমবার, ৩০ চৈত্র ১৪২৬,
১৯ শাবান ১৪৪১, ১৩ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা ।