( আমাদের আসরের স্বনাম খ্যাত কবি শিকদার ওয়াহিদুজজামান সাহেব গত ২৮ মে তে " প্রশ্ন রেখে গেলাম" শিরোনামে একটি কবিতা লিখেছেন যার প্রশ্নটি ছিল কেন এত কবি বাংলায় । তার উত্তরে এই কবিতা লিখার প্রয়াস । কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম । )


ষড়রিপু বসতি গড়ে মানুষের মানসে  
ষড়ঋতু বিরাজমান শুধুই বাংলাদেশে ।
তাই বুঝি বাঙালী এতই অনুভূতিপ্রবণ
হেন বিষয় নেই যে দিতে পারেনা মন ।    
অনুভবে ডুবে করে সবে সর্বত্র প্রবেশ
অনুভূতিরা কাব্যে সমৃদ্ধ গড়ে এ দেশ ।      
অন্তমিলের সমাহারে সবল বাংলাভাষা
ছড়াছন্দেই কথা বলে হুজুর মুজুর চাষা ।
ছন্দেও মন্দ কথা, বিলাপেও করে সুর
দ্বন্দ্বে আনন্দেও কাব্যছন্দ বাজে সুমধুর ।  
ঋতুর পালাবদলে আশা জেগেই থাকে
আবেগ তাই তাড়িত করে প্রায় সবাকে ।
বাংলার প্রকৃতি নিয়ে গর্বিত বেশী যারা
কৃতজ্ঞতা প্রকাশিতেই, কবি বনে তারা ।
এজন্যই এত বেশী কবি জন্মায় হেথায়
কবি স্বর্গ দ্বিতীয় দেশটা আছে কোথায় ?
সুজলা সুফলা শস্য শ্যামলা মাটি উর্বর
কবির উর্বরা আবাদে কবিতাও স্বনির্ভর ।    
আমিও বাঙালী হয়ে জন্মে শুক্রিয়া করি
বারবার জন্মে বাংলায় যেন বারবার মরি ।


রচনাকালঃ- রাত-১১.৪৯টা শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭,
৫ শাওয়াল ১৪৪১, ২৯ মে ২০২০, মিরপুর, ঢাকা ।