আমি অত্যন্ত দুঃখিত কবিতার কলেবর বেশী বড় হয়ে যাওয়াতে । তবুও বিশ্বাস পাঠকগন একটু কষ্ট করে পড়লে হয়তো আমার উপর আর বিরক্ত হবেন না ।


দুনিয়াতে…........
এসেছো খেতে; খেয়ে যাও, খেয়ে যাও.........!!!  
চেটেপুটে খাও, লুটেপুটে খাও, তলা ফুটে খাও, ঘেঁটেঘুঁটে খাও,
খুটেখুটে খাও, নাক ডুবিয়ে খাও, ছালবাকলও খাও,গাছেরও খাও,
তলেরও কুড়াও,বন উজাড় করে খাও,পাহাড় সাবাড় করে খাও,


নদী ভরাট করে খাও, সাগর সেঁচে খাও, চর দখল করে খাও,জবর দখল
করে খাও, এতিমের হক মেরে খাও, স্বজন ঠকিয়ে খাও,ওজন কম
দিয়ে খাও, ভেজাল বেঁচে খাও, চলচাতুরী করে খাও, প্রতারিত করে খাও,
যৌতুক নিয়ে খাও,নারীকেও বেঁচে খাও, ইজ্জত বেঁচে খাও, ঐতিহ্য
বেঁচে খাও, ইতিহাস বেঁচে খাও, বিলুপ্তও বেঁচে খাও, দেশ বেঁচে খাও, তার
ইমেজ বেঁচে খাও, জাতি বেঁচে খাও, জ্ঞাতি বেঁচে খাও, ঋন করে ঘি খাও,  
আরও নিত্য খাও; বিরিয়ানী কোর্মা পোলাও; কালিয়া কোপ্তা মুরগীর ছাও,
মাছের মাও, চায়নিজ থাই মোগলাই আরও কত কি চাই............ ?  


ডিস্কো ক্যাসিনো মদের বার হোটেল ফাইভ স্টার সেভেন স্টারে যাও,  
উদর পূর্তি করে খাও জঠর জ্বালা মিটাও............ !!
উর্বশী খাও ষোড়শী খাও মদ গাঁজা ইয়াবা খাও, সুদ খাও, ঘুষ খাও,
সরকারি কোষাগারও লুটে খাও, জনগণের বারোটা বাজাও......!


তেল খাও, গ্যাস খাও, পানি খাও, বায়ু খাও, দুনিয়াটাই গিলে খাও,
আরও কি চাও গ্রহ নক্ষত্র তাও ? খাওয়ার জন্য এসেছো ?
খেয়ে যাও খেয়ে যাও.........।


খাওয়া তোমার শেষ এবার দাঁড়াও ।।


সময়ের চাকা ঘুরে গেছে । বদলে গেছে শাসন ব্যবস্থা
এবার দিয়ে যাও......
পুলিশকে দাও, দুদককে দাও, উকিলকে দাও,  
শাসককে দাও, জেলখানায় দাও, হসপিটালকে দাও, ফার্মেসীকে দাও,
মাউন্ট এলিজাবেথকে দাও, এয়ার লাইন্সকেও দাও,  
অতঃপর দফা হয়ে যাও.........


এবার কবরের সাধ পাও, এখানেই তোমার যুগের যবনিকাও ফালাও,
ইতিহাস থেকেও সহসাই মুছে যাও,
ত্যাগী ছাড়া ভোগীকে ইতিহাস দেয়নি আশ্রয় ।  
সে কথাও জেনে নাও.........

রাখোনি আদর্শ রেখেছো লুটের সম্পদ,  
ওটাই আজ তোমার স্বজনদের হয়েছে যত আপদ ।
তোমার সন্তানের চেয়েছিলে ভাবনাহীন জীবন,  
তাই নির্ভাবনায় তারা ধরেছে ইয়াবা হেরোইন জুয়া নারী মদ ।


যারা রেখেছিল আদর্শ না রাখলেও সম্পদ
তাদের স্মরণে যুগেযুগে কাঁদে সবাই
স্মৃতি চারণ করে চেনা অচেনা কত জ্ঞানী গুনী
ছাত্র জনতা শিক্ষক সাংসদ সভাসদ
দুনিয়াব্যাপী তার নামে আখ্যায়িত হয় কত পথ ও পদ
কিন্তু তুমি কি করলে...........? যেখানে থাকবে চিরকাল
সেখানে অবিরাম তোমার চলবে চরম বিপদ !!!
                  
রচনাকালঃ- ২০১৫ ঢাকা ।