এই রাজনীতিটা যে মোটেও জন কল্যাণকর নয়
একথা যে আজ বিশ্বের সকল বিজ্ঞজনেরাই কয় ।  
আর রাষ্ট্র পরিচালনার মনুষ্য সৃষ্ট এই যে গণতন্ত্র
ইসলাম বলছে এটাতো শোষনের সর্বাধুনিক যন্ত্র ।


সৎ নেতা হেথা কমই, প্রায় সবি শয়তানের চেলা
তারা তো এখন নিজেরাও বলে খেলা হবে খেলা !  
ভোটের মাঠ দখলে আনতে করে কতনা কৌশল  
ঐ একটিবারের তরে তারা ছাড়ে যে চোখের জল !  


তাইনা দেখেই যেন হয় পাগল বোকা আমজনতা
এমনি কৌশলে দিয়ে ধোঁকা তারা হয় জননেতা ।
কল্যাণের জন্য হন্য হয়ে কেউ হয়কি এমন দরদী ?
এর চেয়ে বড় বাণিজ্য নাই তাই দখল চাই গদি ।


হে মানুষ ফেরাও না হুঁশ গড়িয়েছে অনেক বেলা
দুর্গন্ধদের অন্ধ সমর্থন বন্ধ কর বন্ধ কর ঐ খেলা ।
রাজা নাই বাদশা নাই তবে কিসের এ রাজনীতি ?
ভিখারির নির্লজ্জ বাচ্চারা এ দিয়ে করছে কুকীর্তি ।  


রচনাকালঃ- সকাল  ১০.১১টা, মঙ্গলবার, ৩০ চৈত্র ১৪২৭,
১৩ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।