জন্ম থেকেই তুমি খেল বলে
তোমার নাম, হয়েছে খেলারাম !  
খেলতে তুমি অতি পারদর্শী  
মানোনা কে যদু মধু রাম সাম ।  


নিজের মত মাঠ সাজিয়ে কর
খেলা, নিজে নিজেই সাজো রাজা !  
যখন মন যারে চায় তখন তুমি  
তারেই দিয়ে দাও সর্বোচ্চ সাজা !  
দূর হতেও বসে বসে দেখ
সেই খেলা আহা কি দারুন মজা !  


সময় তোমার এখন অনুকূলে
হে খেলারাম, খেলে যা খেলে যা !  
তোমার মন চায় যা আর দিল
চায় যা, খেলে যা শুধুই খেলে যা !  


এখন বলার আর কেউ নেই
সবে হারিয়েছে খেই হে খেলারাম !
সেদিনই তুমি হয়তো হারবে
শুধু যেদিন হবে তোমার বিধিবাম ।
সেদিন দেখবে সব কলাকৌশল
আর কোনটাই হচ্ছেনা সফলকাম ।  


রচনাকাল- বিকাল ৫.১৫টা ১৭/০১/২০১৯
২ মাঘ ১৪২৫, ১০ জমাদিউল আউয়াল ১৪৪০
বৃহস্পতিবার, মিরপুর, ঢাকা ।