তাক ধিনা ধিন ধিন !
তাক ধিনা ধিন ধিন !
আমি ঋণের বাদশা জীন,
আমি ঋণের বাদশা জীন ।
আমার মনিব আলাদিন....
ভাগ্যটাকে বদলাবেন কে গো ?
মোদের প্রদীপে ঘষা দিন !
মোদের প্রদীপে ঘষা দিন !
দারিদ্রতাকে জাদুঘরে পাঠাতে,
আমরা দিচ্ছি ক্ষুদ্র ঋন !
আমরা দিচ্ছি ক্ষুদ্র ঋন !
মা-বোনেরা আছেন যত
ঋন নিন গো ঋন,
ঋন নিন গো ঋন........
মোদের টাকায় ব্যবসা করে,
জীবনটা করুন ভাবনাহীন ।
দারিদ্র বিমোচনের
মোদের এই আশ্চর্য উদ্ভাবন,
সবাই এই সেবা নিন....
ঋন নিন গো ঋন
ঋন নিন গো ঋন.........  
মোদের ঋনে অমুক বেওয়া,
তমুক বিবি বদলিয়েছে দিন ।
কিনেছ নতুন বাই সাইকেল,
ঘরের টিন স্মার্ট ফোন
শোকেশ সোফা টিভিটাও রঙ্গিন ।
ব্যস, ব্যস, ব্যস.......... ।
অনেক হয়েছে, অনেক হয়েছে
এবার থামরে বেটা জীন ।
তোমার মনিব আলাদিন
কত জোবড়া গ্রাম ছোবড়া করে
তাদের যে বানিয়েছে মিসকিন !
সেই খবর রাখিসরে বেটা জীন ?
আল-কোরানের অভিশপ্ত সুদকে
তোরা সদম্ভে করিয়েছ ক্ষমতাসীন !
সন্তর্পণের চোরাসুদীদেরও করেছো
তোরা হাজারো বৈধ প্রতিষ্ঠানাধিন ।
সব মানুষের স্বাধীনতা আজ
ঋনের বেড়াজালে করেছো বিলীন ।
চির ভব্যতা উবে দিয়ে তারা হয়েছে
উদ্ভ্রান্ত দিশেহারা, হয়েছে চরিত্রহীন ।
খিস্তি খেউরে কিস্তির কাণ্ডারি করে
ইজ্জতটাও বেঁচে হচ্ছে সহায় সম্বলহীন !
দাদা আর সাদা প্রভুদের খুশি করতে
স্বজাতিটার উন্নত মস্তককে
তোরা করছ না কি চির পরাধীন ?