নাম যশ খ্যাতি কামাতে যেওনা
রে ভাই রাতারাতি ।  
পারবে না ধরে যে রাখতে তারে,
পরে আসবে দুর্গতি ।  


কাজটা কর যত নীরবে নিভৃতে,
মজবুতও কর ভিত্তি ।  
প্রতিটি সোপানেই ঘটাও আগে
তার সার্বিক উন্নতি ।


স্বকীয়তায় স্বমহিমায় তোমার
গড় আদর্শ ও নীতি ।
চাহিদা মাফিক যখনই বাড়বে
আকাচুম্বী জনপ্রীতি ।


নাম যশ খ্যাতি এমনি আসবে
যা কর্মেরই ফলশ্রুতি ।  
তাই আগেই নয় রে নাম ডাক,
শুধু কাজে থাকি মাতি ।


রচনাকাল- রাত ১১.২০ টা রবিবার
০৯৮/১০/১৬ মিরপুর, ঢাকা ।