আমাদের পথ প্রর্দশক পূর্বসূরিরা যারা
আমলা নেতা মন্ত্রী হচ্ছেন এখন  ।
তাদের শিক্ষা জীবনকালে শিক্ষকদের
ছিল কত না কড়াকড়ি শাসন ।
আর্দশলীপি পাঠে নীতি আদর্শের তারা
পেয়েছিল জীবন যাপনের প্রশিক্ষণ  ।  
মা বাবার ছিল কঠোর নজরদারি ছিল
বড়দের খবরদারি ধর্মীয় অনুশাসন ।
নষ্ট হওয়ারও ছিল না এত আয়োজন
ছিল না প্রযুক্তিগত এত উপকরণ ।
তবুও তারা যদি করে পুরো দেশটাকে
পুনোঃ পুনোঃ নৈরাজ্য লুন্ঠন ।
দেশ জাতি ধ্বংস করে দিনে দুপুরেই,
করে ব‍্যভিচার হত‍্যা ধর্ষন ।
তাহলে আমাদের প্রজন্ম শৈশব হতে
যদি করে নীতি বর্জিত শিক্ষা গ্রহন ।
কৈশোরেই হয় ওরা ধোঁকাবাজ সন্ত্রাসী
চাঁদাবাজ লুটেরা দুর্নীতি পরায়ন ।  
সহপাঠীদের উপর শিক্ষাঙ্গনেই চালায়
বর্বরোচিত হামলা জুলুম নির্যাতন ।
তারা দেশ জাতির দায়িত্ব নিলে কতনা
বিভিষীকাময় পরিস্থিতি হবে তখন ।
কোন সমাধান দেবার থাকবে কি সময়,  
উদ্ধারই বা করবে কোন জন ?
গভীর ধ‍্যানমগ্নে বিষয়টি একটিবারের
জন‍্য কি ভাববেন হে প্রবুদ্ধ জনগন ?


রচনাকালঃ- বেলা ৩:২৪টা, সোমবার, ১৫ মার্চ ২০২১, মিরপুর, ঠাকুরগাঁও ।