বল না কি করে গো তোমায় থাকি ভুলে ?
       জীবনের সব কথাই যখন বলেছি খুলে
                সেই তুমিহীন দুখে আজ ভাসি অকুলে ।


আমার কথা শুনে যখন হাসতে খিলখিল
       আহা ! শুনে স্বর্গীয় সুখ পেতাম অনাবিল
                সেই দিল যে এখন বেদনায় হয়েছে নীল ।


পরম স্নেহে যখন চুমেছি তোমার কপাল
       লজ্জায় লাল হতো ঐ দুই চোখ আর গাল
               সেই থেকেই তোমার জন‍্যে আছি নাকাল ।


তুমি মানব কুলে ফোটা এক ডুমুরের ফুল
      তাইতো তোমায় পেতে আমি সদা ব‍্যকুল
               সেই আমি কিনা করলাম কি এমন ভুল ?


যদি একান্তই আর কভু না এসো ফিরে
       তবে প্রভু কেন দেখায় স্বপ্ন তোমায় ঘিরে
               সেই স্মৃতি ভুলিনা কেন শত কাজের ভিরে ?


যাহোক অবশেষে ঘুচাতে পারলাম দুখ
       অচিরেই দেখবে হয়তো আমার মরা মুখ
               সেই কথাই ভেবে পাই মনে দারুণ সুখ ।


রচনাকালঃ- রাত ১১:১৭টা, রবিবার, ৩০ আশ্বিন ১৪২৯,
১৬ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা  ।