পুরোধা ভোটারকে রেখে
      হালুয়া চাষা
যায় কি করা সুষ্ঠ
      ভোটের আশা
বুদ্ধি বিবেক যাদের
       হঠকারিতায় ঠাসা
স্বপ্ন গুলোও কেমন
       যেন ভাসা ভাসা
কিন্তু মনটা তাদের
        বড়ই খাসা
জালেম নেতারও পেলে
         টাকা আর ভরসা
ভোট দিতে তাদেরও
         করেনা নিরাশা
তারা ভাবেনা সুশাসনকে
         করবে যে দুরাশা
এক জ্ঞানীর বিপক্ষে
         ভোট দিলে দুই চাষা
জ্ঞানীরই হবে হার !
          এটা ন্যায্য না তামাশা ?
তবে কি গণতন্ত্রের
           সূচনাটাই সর্বনাশা !