রহস‍্যে ঘেরা বর্ণিল বসুন্ধরা বানিয়েছিল বিধাতা
তার রূপ গুন সুধা প্রকাশে তাই জন্মিল কবিতা
স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি মানুষের তাতেই এলো
অনুরাগ-সৌহার্দ্য-সম্প্রীতি, পেলো মনোমুগ্ধতা ।


বিরাগেরও বহিঃপ্রকাশ স্বাচ্ছন্দ্যে ঘটায় কবিতা
প্রেমে তো তার রয়েছেই একচ্ছত্র আব‍শ‍্যিকতা
বিরহেও সে অন‍্যতম অবলম্বন, দুঃখে শোকেও
ভুক্তভোগীর প্রতি প্রকাশ করে নিবিড় একাত্মতা ।


কিন্তু এখন কর্পোরেট আগ্রাসন আর কর্মব‍্যস্ততা
দিনে দিনে তাইতো তার রইছেনা তেজস্ক্রিয়তা
আজ যেন সেই সবচেয়ে বেশী অপাঙতেয়, স্মার্ট
ব‍্যাগেজে তার অনুভূত হয়না আর প্রয়োজনীয়তা !


আমাদের মাঝ থেকে বোধহয় সত‍্যি হারাচ্ছে তা
আবার তো ফিরছে ভবে অভব‍্যতা অমানবিকতা
শুরু হবে তবে মহাসংকট, গন্ধও ছড়াবে উৎকট
তখনি হয়তো খুঁজবে এই সভ‍্যতা নির্মাতা কবিতা ।


সদ‍্য গত হওয়া কবিতা দিবসের জন‍্য উৎসর্গ ঘুম ঘুম চোখে লেখলাম ত্রুটি মার্জনীয় ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, মঙ্গলবার, ৭ চৈত্র ১৪২৯, ২১ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।