মাঝে মাঝে আমার মনে হয়
কবিতারা বুঝি চিরতরে নিল ছুটি ।
উদ্বিগ্নতায় হতাশায় প্রায় আমি
হয়ে যাই যেন একেবারে গুটিসুটি ।


হঠাৎ একঝাক কবিতা এসে
তারা মগজে খেলে যায় লুটোপুটি ।
কেউ রাগে কেউ ক্ষোভে
কেউ কাঁদে কেউ হাসে কুটিকুটি ।  


এক বসাতে তখন তিন চারটি
কবিতা তড়িঘড়ি লিখি মোটামুটি ।
বুঝলাম হতাশার কিছুই নেই
এসবই হচ্ছে কবিতাদের খুনসুটি ।


রচনাকাল- রাত ১২.১৩ টা, ১৮ মাঘ ১৪২৫,
২৪ জমাদিউল আউয়াল ১৪৪০,
৩১ জানুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা ।