কোরবানির মর্মবাণী আমরা কি সবে জানি ?
যদি জানি তবে তা কি যথাযথ ভাবে মানি ?  
নাকি মস্ত মস্ত পশু কিনে করি চোস্ত ফুটানি !
তবে গোস্তই খাবে দোস্ত হবেনা কোরবানি !  


কোরবানি মানে ত্যাগ, তা শুধুই প্রভুর জন্য ।  
যারা করে তা মুক্ত মনে তারা নিশ্চয় অনন্য !
সেই পশুটিই পুলসিরাত পারে হবে যে গণ্য ।
হে মোমিন এমনই কোরবানি করে হও ধন্য ।


ঐ পশুর সঙ্গে ভাই মন পশুটাও করি জবাই ।
লোভ হিংসা অহংকারি রিপু মুক্ত হই সবাই ।
সুষ্ঠু বণ্টনে প্রতিবেশীর সবাইকে নিয়ে খাই ।
ইসলামী উৎসবে ধনী গরীব ভেদাভেদ নাই ।    
  
এই করোনাতে সবখানেতে দেখি ব্যতিক্রম ।
সেই ইনসাফ করতে কারো হয় না যেন ভ্রম ।  
পশু কিনতে এবার না করি বাজেট অতিক্রম ।
পারি তো তা থেকে দেই যার বিকয় না শ্রম !  
  
রচনাকালঃ- রাত- ১০.০৪টা, বৃহস্পতিবার,  ১৫ শ্রাবণ ১৪২৭,
৮ জিলকদ ১৪৪১, ৩০ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।