করোনা ভাইরাসের ত্রাসে রে ভাই  
বিশ্ব যখন কাঁপছে থর থর ।
মাস্ক স্যানিটাইজ বিক্রেতারা নাকি  
বলছে উড়ছে টাকা ধর ধর ।


মসজিদ মন্দির কর্মস্থল সব ফেলে
বাঁচতে সবে ছুটছে আপন ঘরে ।
কতেক বেনিয়ারা তখন দশ টাকার  
পণ্য বেঁচে শত টাকা দাম ধরে ।


এদেশে মহামারী হবে বলে হিড়িক  
পড়েছে মজুদ রাখতে খাদ্য পণ্য ।  
সুযোগে হুজুগ মাতিয়ে বেনিয়ারাও
বহুগুণে মুনাফা লুটে হচ্ছে ধন্য ।  


এমন মহামারীকেও পুঁজি করে যারা
বাণিজ্য করে চলে হে করোনা ।
তুমি বরং তাদেরই নিপাত কর না
কিছুতেই যেন ওদের ছাড়ো না ।  


আমরা তো কিছুতে পারছি না ভাই
ঐ পাপীদের সাথে আর যুঝে ।
ধ্বংসই যখন করবে তুমি তবে কর    
না ঐ ওদেরকেই খুঁজে খুঁজে ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪৫টা রবিবার,
১ চৈত্র ১৪২৬, ১৫ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।