করোনার করাল ছোবল হতে জনতা বাঁচাতে
বিশ্বের বিজ্ঞানীগন গলদঘর্ম করে একাকার !
কিচ্ছুটি করতে পারলো না ঐ বিচ্ছুটির, হায়!
যেন অসহায় সবে হাত পা ছেড়ে নির্বিকার !


ঔষধে কাজ হল না তো হলই না, বলে নাকি
সে আর যাবে না চলে গড়েছে স্থায়ী নিবাস ।
তবে কি চিকিৎসাই নেই তার, সবাই করলেন
সারেন্ডার, বিশ্বটা এর জন্যই হবে সর্বনাশ ?  


হ্যাঁ, আমি বলছি চিকিৎসা আছে, যদিও সেই
ধনকুবেররা তা নিতে হারিয়েছে সক্ষমতা ।
তবে কিভাবে পাবে আমজনতা ? তারা সহজে  
পাবে যদি বুঝে তা, তার নাম শুধু যে মমতা !


আরে রাখুন না আপনার বিলাশবহুল গবেষণা,
যত হতভাগ্য মরল তো অবহেলা নির্মমতায় ।
করোনা কিছুই করেনি তাদের, শুধু স্বজন আর
দায়িত্বশীলের আচরণে তারা হয়েছে অসহায় ।


একাকী অচ্ছুৎ হয়ে পড়েছিল ভেবে তারা মৃত্যু
কামনা করেছে দেখে নিষ্ঠুরতা অমানবিকতা ।
করোনা মহামারি রূপে এলেও তেমন কিছু কি
করেছে ? শুধু মেপে দেখালো এই সভ্যতা ।


যার জন্য মোদের শেষ ছিল না গর্বের, ছিলনা
কমতি দাম্ভিকতার, তা আজ করল সবি চূর্ণ ।
করোনার কবল হতে এখনও যদি বাঁচতে চাই
মানুষ হয়ে হৃদয় করি মানবিকতায় পরিপূর্ণ ।


রচনাকালঃ- দুপুর ১২.২২, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪২৭,
১৩ জিলহজ্জ ১৪৪১, ৪ আগস্ট ২০২০, মিরপুর, ঢাকা ।