নারী মুক্তির তরে বহুদিন ধরে নারীবাদী
আন্দোলন করল কতনা করে আহাজারি ।
সুললিত কণ্ঠ ছিঁড়ে কি অধিকার আদায়ে
ব্জ্রনিনাদে আওয়াজ তুলল গগনবিদারী ।


নারী আজ উচ্চশিক্ষিত হল দেশের হাল
ধরল , প্রায় সর্বস্তরেই হলও পদাধিকারী ।  
কিন্তু সেই নারী ক’জনা একসাথে হলেই
আজও তবে কেন বা করে চুল ছিঁড়াছিঁড়ি ?  


কেনইবা তারা আজও একে অপরে করে  
হিংসা বিদ্বেষ পরচর্চা আর কাদা ছুড়াছুড়ি ?
কেন তবে বেড়েছে ঘর ভাঙ্গার বাড়াবাড়ি
ঘরেঘরে দাকুমড়া হয়েছে যে বৌ-শাশুড়ি ?


কালে কালে হয়েছে দেশ দখল মরেছিল
রাজা বাদাশারা কিন্তু বেঁচেছিল যত নারী ।
আজ নারীর ক্ষমতায়ন হয়েছি কি এজন্য
নারী নারীকেই হিংসায় বানাবে কারাগারি ?    


নারীর শত্রু যদি হয় নারী সেই ঘর জ্বলে
বিভীষিকার আগুনে ভাইরা করে মারামারি ।
সে আগুনই আজ দেশে লেগেছে হুঁশিয়ার
হও সবে , তা ছড়াতে পারে সীমানা ছাড়ি ।


হে কমল নারী , তবে কি তুমি কঠিন হও
জেদী হও কোনমতে হলে দেশের কাণ্ডারি ?  
অথচ সবাই ভেবেছিনু নারী মমতাময়ী মা
ক্ষমতা পেলে মোরা বুঝি হবো সুখীসংসারী !


-রাত ১০.৩৮ টা বৃহস্পতিবার
২২/১১/২০১৭ মিরপুর , ঢাকা ।