এমন দেশে জন্মেছি মোরা
বাক স্বাধীনতার নাই অধিকার ।
মুক্ত মনের হয়েছি মানুষ,
হতে পারিনি কারো চাটুকার।
সহ্য হয়না অন্যায় অবিচার
বলেই, মসিকে করেছি হাতিয়ার ।  
তাই শঙ্কা হয় সবসময়
আর বুঝি নাই নিস্তার..............

তাতে কি ?
হয়তো হবো গুম হত্যা জেল-কয়েদি,  
নয়তো হবো ক্রস ফায়ার !
এমন পাপে ভরা দেশে
বেঁচেই বা কি হবে আর...............
যেখানে জালেম খুনিরা বনেছে নেতা
ডিগ্রীধারীরা তাদের হয়েছে তাবেদার !
ছিঃ ছিঃ ছি..........
ঘৃণাভরে আমি তাদের জানাই ধিক্কার ।
    
স্রেফ বাঁচার জন্যে মানুষের
কেন এত নিকৃষ্ট কারবার ?
আরে বাঁচবে যেথায় অনন্তকাল
তুমি খবর রাখো সেখানকার !  
দুনিয়াতে বাঁচার নাইরে নিশ্চয়তা
কখন কে যে যাবে পরপার !
মুখ বুজে সহ্য করলেই বাঁচবে না তুমি  
এখনই কর এর বিরুদ্ধচার ।
প্রয়োজনে বীরদর্পে কর লড়াই
কুকুরের ন্যায় বাঁচা ছাড় ।।
        
-বৃহস্পতিবার ০৭/০৩/২০১৫ ঠাকুরগাঁও ।