স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া
কিন্তু বাস্তবতা ধোঁয়া ধোঁয়া
ওদিকে নুন আনতেই পান্তা ফুরায় নিত্য ।
পারো না তুমি হুজুর হতে
অভ্যস্তও নও মুজুরগিরিতে
তাই সদাই দেখি শুধু চিন্তায় পুড়াও চিত্ত ।  
সাহেবী থাকেনা বেশীক্ষন
দারিদ্র যে তোমার দুর্দমন  
ক্ষনে সাহেব সাজো তুমি ক্ষনে হও ভৃত্য !  
হায়রে মধ্যবিত্ত ! হায়রে মধ্যবিত্ত !  


টাকা কামাতেও টাকা লাগে
হচ্ছে হচ্ছে করে আশা জাগে
কিছুতে যেন ভাঙ্গেনা আর আশার ঐ বৃত্ত ।
আশায় আশায় দিন চলে যায়
একে একে তো সবই হারায়
ব্যাঙ্গাচিরাও দেখে তোমায় করে ব্যঙ্গনৃত্য ।
স্বজন আর বন্ধু কে কার
সবাই গোলাম যে টাকার
রক্তের সম্পর্কও হয়ে যায় গো বড্ড তিক্ত ।
হায়রে মধ্য বিত্ত ! হায়রে মধ্য বিত্ত !  


কত যে কষ্ট আর কত গ্লানি হলে স্থানচ্যুত
মধ্যবিত্ত ধরনটা হওয়া চাই এবার বিলুপ্ত ।।  


রচনাকাল- রাত ৮.৩৮টা রবিবার ৭ মাঘ ১৪২৫,
১৩ জমাদিউল আউয়াল ১৪৪০,২০ জানুয়ারি ২০১৯
মিরপুর, ঢাকা ।