যারা ধর্মের কথা শুনলেই দেখবেন
প্রতিবাদে উঠে তেতে ।
খুঁজে দেখবেন তারা সব পাপে আর
ভোগ বিলাস থাকে মেতে ।
ধর্ম যখনই তাদের খায়েশ মিটাতে
সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা ।
তাই তারা নানান ছুঁতোয় করে চলে
সেই ধর্মের বিরোধিতা ।
কিছুতে যখন মুছতে পারে না তারা
তাদের পাপের দুর্গন্ধময় দাগ ।
তাই যেই ধর্ম বলে সে কথা তাকেই
মুছে দিতে হামেশা লাগায় আগ ।
কথায় কথায় মুখে ফেনা তুলে দেয়
শুধুই মানবতার দোহাই ।
ঘরে ঘরে গিয়ে দেখুন তাদের দ্বারা
সবে কত যন্ত্রণা পোহাই !
এ যাবত দেখেছি যত ধর্ম বিরোধী
কথিত আধুনিক উদারমনা ।
কবি সাহিত‍্যিক শিল্পী সংস্কৃতিকর্মী
নাম ধারণে করে কুকামনা ।
ধর্মবাজ আর এমন ধর্ম উদাসীরাই
ধ্বংস করেছে এই সমাজ ।
এই দুই শ্রেণীর অপতৎপরতায় যত
অশান্তি বিশ্বে করছে বিরাজ ।
এই দুনিয়ায় সফল হতে আগে চাই
এদেরকে ভালোভাবে চেনা ।
কোন না কোন ভাবে এদের হাতেই
আছে সব খোয়াবার সম্ভবনা !
তাই হইনা যত শিক্ষিত যদি চলতে
না পারি এই দুই শ্রেণীকে চিনে ।
জীবনের সকল সম্ভবনা বিকিয়ে যে
চির অকল‍্যান আনবো কিনে !


রচনাকালঃ- বিকাল ৪;৫৯টা, মঙ্গলবার, ১০ জৈষ্ঠ
১৪২৯, ২৪ মে ২০২২, মিরপুর, ঢাকা ।