ভাই, তুমি কেমন মানবতার গান গেয়ে গেয়ে
কবর দিয়ে রেখে চলেছ চিরায়ত সত্যটাই ?  
সত্য বলে যা জেনেছ বুঝেছ কার ভয়ে তা না
প্রকাশে, কোন মানব ধর্মের দিচ্ছ দোহাই ?  


স্রষ্টাতে পূর্ণ বিশ্বাস নাই কিন্তু তার সৃষ্টিকে কে
নিয়ে আহা কতনা দেখিয়ে চলেছ মানবতা !  
বলছি ভাই, তুমি বল যাই আসলে তা তোমার
স্বীয় স্বার্থ হাসিলের এ এক ভয়ানক ভাঁওতা !  


মানবতা মানবতা করে করছ জিকির, ফিকির
তোমার নাকি মহা মানবিক সমাজ গড়া ?  
ধর্ম দ্বারাই শুধু হেন দুরূহ কর্ম সম্পাদন সম্ভব,  
কস্মিনকালেও হয়না তা প্রকৃত ধর্ম ছাড়া !


তুমি চোরকেও বল তোমারটা ঠিক, সাধুকেও
বল তাই, তুমি আসলে কোন জাতি ভাই ?
চাচ্ছ তুমি সবারই মন যুগিয়ে থাকতে সমাজে,  
কিন্তু জানো না এমন কারো কভু হয় নাই ।  


তুমি যাই কর না কর, তোমার থাকবেই সর্বদা    
বিপক্ষ, উচিৎ নয় কি নেয়া স্রস্টারই পক্ষ ?
তোমার পক্ষ নিয়ে কারা তোমাকে বাঁচাবে বল  
তার হাত হতে, কেবা আছে তার সমকক্ষ ?  


সত্য ধর্মবিনা সৃষ্ট মানবতার ঐ ধুম্রজাল, এতো
শিক্ষিত শয়তানের এক মহাচাতুরির চাল !
সৎসাহসে সত্যটাই বল সদা, কে খুশি হল না
বেজার, ব্যবহার করনা মানবতার মানব ঢাল ।  

তুমি জেনে না জেনে দুনিয়াবি ওসব ত্বত্ত মেনে
সত্য গোপন করনা, যদি মানবের মঙ্গল চাও ।
কেননা, তুমি নিশ্চয়ই জানো না সত্য শুনে কত
জনে চিরকল্যাণের দিকে বাড়িয়ে দিচ্ছে পাও !


জিকির = জপ করা, ফিকির = চেষ্টা করা, দুনিয়াবি = জাগতিক ।


রচনাকালঃ- বেলা- ১১.০৬টা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪২৭,
২ জিলকদ ১৪৪১, ২৪ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।