একজন সত্যিকারের মানুষ ছিলেন
এ পি জে আব্দুল কালাম ।
পবিত্র রমজান মাসের যথার্থ কর্তব্য
স্বরূপ উজ্জল তারই নাম ।  


ভারতের রাষ্ট্রপতি হয়ে যখনই তার
ঐ সরকারি বাসভবনে এলেন ।
প্রথা ভেঙ্গে প্রথমে রোজার ইফতার
পার্টি তিনিই বন্ধ করে দিলেন ।


সেই পার্টিতে খরচ বাইশ লক্ষ রুপি  
জানালেন সচিব পি এম নায়ার ।
রাষ্ট্রপতির নিজ খরচা বাঁচিয়ে আরও  
একলক্ষ রুপি দিলেন হাতে তার ।


বলেন রাষ্ট্রপতি - পার্টি বন্ধ, কি লাভ  
ধনীর জন্য করে অর্থ ক্ষতি ?
এ অর্থে তাদের খাদ্য পোশাক কম্বল  
দিন যারা এতিম কোমলমতি ।


আরও বলেন তার দান কৃত অর্থের
কথা আর যেন কেউ না জানে ।
ব্যথিত হৃদয়ে সচিব বলেন বরং এই  
মানুষের কথা বলবো সবখানে ।


এ পি জে আব্দুল কালাম সত্যিকার
অর্থে মানুষ ও যোগ্য রাষ্ট্রপতি ।
মানুষেরই প্রকৃত স্বরূপ রচনা করে
মানুষ হতে শেখায় যে মহামতি ।


তথ্যসূত্র- কোয়ান্টাম মেথড
www.quantummethod.org.bd


রচনাকালঃ- বিকাল ৫.০৬টা রবিবার,
১৩ বৈশাখ ১৪২৭, ২ রমজান ১৪৪১,
২৬ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা ।