ম‍্যারাডোনা, ম‍্যারাডোনা-------  
কোথায় তুমি উড়ে গেলে মেলে দিয়ে ডানা ?  
ত্রিকাল ছাপিয়ে দশদিগন্ত দাপিয়ে
তোমার মত আর হবে কি কারো অবতারণা ?
প্রজন্মের পর প্রজন্ম আজন্ম সবে
ভালোবাসি যে তোমায় তুমি কি জানতে না ?
ম‍্যারাডোনা, ম‍্যারাডোনা-------
আর কোথায় পাবো বল তোমার মত প্রেরণা ?
হে অভিমানী তবে অকালে
তোমার কেন মহাজাগতিক সফরের বাহানা ?  
জানতে না তোমার অগনিত ভক্তকুল
হয়ে ব‍্যকুল গেয়ে চলবে শোকগীতির মুর্ছনা ?
হে ফুটবলের বরপুত্র, কাউকে
দিয়ে গেলে কি ঐ সূত্র দিলে কি সেই মন্ত্রণা ?
আধমরাকে কে করবে খাড়া
পায়ে পায়ে ছড়িয়ে অমন টান টান উত্তেজনা ?
হে ফুটবলের জাদুকর নিশিদিন ভর
দর্শক রাখতে ধরে কে দেবে সেই প্রণোদনা ?
তুমি আজ দুর আকাশের তারা, আমরা
শোকে আত্নহারা বুকে নিয়ে সমুদ্রসম বেদনা !
ম‍্যারাডোনা, ম‍্যারাডোনা------
জন্ম থেকে মৃত‍্যু অব্দি ছড়ালে শুধুই উন্মাদনা !
হে ফুটবল ঈশ্বর, জগদীশ্বর তোমায়
রাখুক পরম শান্তিতে এটাই মোদের প্রার্থনা ।
তোমার জন্মে ধন‍্য যে ফুটবল
ধন‍্য ফুটবল প্রেমিক ধন‍্য জন্মভুমি আর্জেন্টিনা ।



রচনাকালঃ- বিকাল ৪.৪১টা, শুক্রবার ২৭/১১/২০২০ ঠাকুরগাঁও ।