মাথা মোটা মাথা মোটা
একটু খানি পেলে খোঁটা
সবই ভুলে
বসন খুলে
মাথায় তুলে দেশটা গোটা ।


মাথা মোটা মাথা মোটা
পড়লে দুটা জলের ফোঁটা
লাঠি সোটা
নিয়ে ব্যাটা
দিগ্বিদিক শুরু করে ছোটা ।


মাথা মোটা মাথা মোটা
শুনে খানিক গুজব রোটা
আতা পাতা
বলে যা তা
ভাঙ্গে কার ঘটিবাটি লোটা ।  


মাথা মোটা মাথা মোটা
কে ভাঙ্গল পানের বোঁটা
বাগে পেলে  
দেবে জেলে  
দায় যে অমন ভাঁড় জোটা  !


রচনাকালঃ- রাত- ১০.৫০টা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র ১৪২৭,
৮ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।