আমাদের মেধাবীরা যেন শুধুই বইয়ের পোকা
দেশের টাকায় পড়ে শুনে দেশকে দেয় ধোঁকা ।
ভাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় উড়ে ডানা মেলে
ওরা মা মাটি দেশকে ভুলে রয় চিরতরে ফেলে ।


শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ওদের শ্রেফ স্প্রিং বুট
তা ব‍্যবহার করে লাফ মারতে মারতে দেয় ফুট ।
বিদেশীরা এমনিই কি ওদেরকে দেয় স্কলারশীপ ?
ওদের মেধা শ্রম দিয়ে যে তারা করে লিডারশিপ !


এই মেধা দিয়ে উন্নত দেশকে করে আরও উন্নত
মেধাশুন‍্য করে আমাদের দেশ রাখে চির অবনত ।
ওরা হলেও অফিসার করে দেশের সম্পদ পাচার
মূর্খদের বিদেশী টাকাবিনা উপায় কি দেশ বাঁচার ?


বিশ্ব বেনিয়ারা ওদের দিয়েই বানায় শোষন যন্ত্র
আমাদের মেধাবীরা মোটে বুঝেনা সেই ষড়যন্ত্র ।
ওরা বুঝি আত্মকেন্দ্রিক স্বার্থপরও হয় চরমভাবে
মানুষ না যেন বুদ্ধিমান রোবট বিবেকের অভাবে ।


দেশ জনতার প্রতি ওরা কভুও রাখে না খেয়াল  
ঠিক যেন নিজের ষোলআনা বুঝা ধুর্ত শেয়াল !
লিমুজিন ও ফাইভস্টারে কাটায় বিলাসী জীবন
অথচ দেশে ধুকে ধুকে মরে ওদের সকল স্বজন ।


কালেভদ্রে মান রক্ষায় নিজ দেশেতে এলে পরে  
ওদের পরিবারের কাণ্ড দেখে মানুষ বিস্ময়ে মরে ।
অন‍্য গ্রহ হতে এসে মনে হয় এদেশ করল ধন‍্য
বুঝাল, আমরাই অসভ‍্য সবাই শুধু ওরাই অনন‍্য !


রচনাকালঃ- বেলা ৩.৫৯টা, ১৬ শ্রাবণ ১৪২৮, ৩১ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।