আজি এই মেঘলা দিনে
চলো বন্ধু যাই ভ্রমণে ।
আজ অরুনের ছুটি, চলো
বেঁধে জুটি দূর গগনে ।


এমন মধুর মেঘলা দিনে
ঘুরতে যে সুখ বন্ধুর সনে ।
এমন দিনে তাই পালাতে  
চাই ভঙ্গ দিয়ে রণে ।
  
আজি এই মেঘলা দিনে
চলো বন্ধু যাই ভ্রমণে ।
হেসে খেলে ডানা মেলে
ভাসবো মুক্ত পবনে ।


চলো যাই সেথা, যেথা
সবুজ হাসে বনে বনে ।
সাগর পাহাড় ঝর্না নদী
দেখে আসি মুগ্ধ মনে ।  


আজি এই মেঘলা দিনে
চলো বন্ধু যাই ভ্রমণে ।
আহা ! যেথা খুশি আজ
সেথা যাব ক্লান্তি বিনে ।


( একে তো বসন্তকাল মন এমনি উথাল পাথাল তদুপরি দুদিন যাবত রাতে হাল্কা বৃষ্টি আর দিনগুলি মেঘলা । আমার ভীষণ প্রিয় এই দিনে ঘুরতে যেতে মন হয়ে আছে দারুণ উতালা । )


রচনাকালঃ- বিকাল ৪.৫১টা মঙ্গলবার
১৪ ফাল্গুন ১৪২৫, ২০ জমাদিউস সানি
১৪৪০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মিরপুর ঢাকা ।