হে মানুষ... মানুষকে মিছে কেন
ভাবিস রে আপন ?
যদি নিজেকে না কর দুঃখী তবে
কঠোর দিলে কর জীবনযাপন ।
নিষ্ঠুর এই দুনিয়ায় কভু জড়াইও
না কারো মায়ায় ।
ক্ষতবিক্ষত হবে যাকে হারিয়ে সে
তো থাকবে স্বমহিমায় ।
ভাবছো যাকে ছাড়া তোমার এই
জীবনটাই অচল ।
দেখো সে তোমাকে ভুলে দিব‍্যি
হেসে খেলে করে চলাচল ।
অশ্রুজল গড়িয়ে তুমি শুধু সোনার
জীবন কর ব‍্যর্থতায় পর্যবসিত ।
বৈরাগী বনে সমাজ সংসার ত‍্যাগে
হও স্বেচ্ছা নির্বাসিত ।
পরিশেষে বিষাদ মনে যখন সেই
বৈরাগীই তুমি হবে ।
অগত‍্যায় বৈরাগী না হয়ে স্বেচ্ছায়
বৈরাগী আগে কেন হওনা তবে ?
জীবনটাকে যাপন করা উচিৎ শুধুই
ধর্মের নিয়ম মেনে ।
নয়তো তোমার স্বপ্ন সাধ সবি হবে
বরবাদ জড়ালে মায়ার বন্ধনে ।
তোমার সর্বস্ব ভুলে গিয়ে প্রতিকুলে
যাকে করবে পরম মায়া ।
সে তো তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করে
পুড়ে অঙ্গার করবে অমূল্য কায়া ।
এর চেয়ে নিদারুণ কষ্ট আর বুঝিবা
নাইরে এই ভবে ।
সবি থাক থরে থরে অন্তরে শুধু মায়া
না থাক অনুভবে ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.৪০টা, রবিবার,
৯ মাঘ ১৪২৮, ২৮ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।