সময় হয়তো বেশ ঘনিয়ে এসেছে মহা  
কালের বাঁক বদলাবার জন‍্য ।  
তাইতো সত‍্য সর্বদাই হচ্ছে কুপোকাত
মিথ‍্যা জয় জয়কারেই ধন‍্য ।


অপুষ্টিতে ভুগে ভুগেই সত‍্য তো এখন
বড্ড বেশী রকমের অসহায় ।
মিথ‍্যা হয়েছে বেজায় বলবান সত‍্যের
যা আছে সবই কেড়ে খায় ।


ঐ শিক্ষা সংস্কৃতি বিচার প্রশাসন সমাজ
সর্বত্রই সে করে দোর্দণ্ড কতৃত্ব ।
সত‍্য এখনতো অচ্ছুত অপাংক্তেয় ভীষন
তুচ্ছতাচ্ছিল্য যে তার কৃতিত্ব ।


যেই নির্লজ্জ মিথ‍্যার বসবাস ছিল তখন
অন্তরালে আড়ালে আবডালে ।
অথচ সেই মিথ‍্যা আজ জবরদস্ত করছে  
রাজ প্রকাশ‍্যে ছলে বলে কৌশলে ।


প্রকৃতি সদা তার নিয়মানুবর্তিতায় বাড়-
বাড়ন্তকে ছেঁটে রাখে ভারসাম্য ।
এই মিথ‍্যার জয় রথ এখনই থেমে যাক
প্রাকৃতিক নিয়মেই করি কাম‍্য ।


শত বছর পর পর যে যুগ যন্ত্রণার সৃষ্টি
হয় দৃশ্যত তাই হয়েছে আবার ।
অবস্থা দৃষ্টে তাই বলি সময় মোটে নেই
আর মহকালের বাঁক বদলাবার ।


রচনাকালঃ- রাত ১১.৪৩টা, রবিবার, ১৪ চৈত্র  ১৪২৮, ২৭ মার্চ ২০২২, বাসযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে।