মন্দ করি স্বাচ্ছন্দ্যেই অর্থ সময় শ্রম
সবি যদিও অনেক বেশী লাগে ।
কিন্তু ভালো কাজটি করতে লাগেনা
কিছুই তবু দিল কেন না জাগে ?


নামাজ রোজা আরাধনা ধ্যান জ্ঞান
সদাচারী, না হই অহিতকারী ।
ভালোবাসা বিনয় পরচর্চা নয়, এই
তো ঢের অধিকন্তু পরোপকারী !


এসব করতে লাগে না তো তেমন
অর্থ শ্রম কেন তবে তাতে হেলা ?
সময়ের মূল্য যদি এতই দাও, দেখ
না সারাবেলা এসবে কর যে খেলা ?


শুধু এক ধূমপায়ীর দিনে খরচ কম
পক্ষে একশত টাকা এর কম নয় ।
কিন্তু ক’জন এমন তারই স্বজনদের
ঐ অর্থে ডিম দুধ কলা করে ক্রয় ?


নেশার টাকা যোগাতে ভিটেমাটিরই  
চিহ্ন রাখেনা উপরন্তু স্বজন খুন ।
ভালো কাজ করতে গিয়ে কে করল  
কি উজার একবার ভেবে দেখুন ।


রচনাকালঃ- রাত ৯.০৯টা বুধবার ৬ ভাদ্র ১৪২৬,
১৯ জিলহজ ১৪৪০, ২১ আগস্ট ২০১৯ মিরপুর, ঢাকা ।