তোদের প্রতি আশা ভালোবাসা
আস্থা আজ সবই হারালাম ।  
আমায় নিয়ে তোদের ছলাকলা
এবার বেশ স্মরণে রাখলাম ।
ভালোই হল আমি মরার আগেই
যে একবার মরে দেখলাম ।

আর ভাবিনা তোদের কি দিলাম
আর কিই বা আমি পেলাম ।
তোদের সনে সম্পর্ক রেখে লাভ
কি, তোরা যে অর্থের গোলাম !
যেদিন হবো না হয় টাকাওয়ালা
সেদিনই না হয় ফিরলাম ।


কারণ অর্থ ছাড়া সামর্থ্য কারোই
নেই পেতে তোদের কাছে দাম ।
যদিও অর্থশালীরা তোদের সবই    
লুটে দেশটা করছে তুলকালাম ।
তবুও তোরা স্বেচ্ছায় হও ওদের
গোলাম, সালাম সালাম সালাম...।।    


রচনাকালঃ- সকাল ৭.২৫টা, শুক্রবার, ৭ কার্তিক ১৪২৭,
৫ রবিউল আউয়াল ১৪৪২, ২৩ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।