মানুষ তার সার্বিক উন্নয়নে  
কিম্বা বিলাস জীবন যাপনে
গড়েছে প্রাণপণে বাসস্থান চাকচিক্যময় শহর ।


নাগরিক সুবিধার শেষ নাই
জন শ্রুতিতে আছে যে তাই
তবুও কভু না ছাড়ি শহর, যদিবা পরে কহর ।


শহরের ধনবান বাসিন্দারা
মনের মাধুরী মিশিয়ে তারা
গড়ছে কত কারুকার্যের প্রাসাদ যত মনোহর !  


বার বাড়ন্ত মানুষের জ্ঞানে
চোখ ধাঁধা উন্নতি বিজ্ঞানে
একের পর এক ঘটাচ্ছে কত উন্নয়নের লহর ।


থাকলেও কিছু ভুল ভ্রান্তি
উথলেও পরছে সুখ শান্তি
ডানে বামে বইয়েও দিয়েছে দুধ মধুর নহর !  


কিন্তু শুধু দুর্নীতির কারণে
ভুগছে যে মানুষ অকারণে  
পাল্লা দিয়ে বাড়ছে তাই মশা মাছিরও বহর !  


কি করে বা লিখবো কবিতা
ধরে রাখতে পারি না মগ্নতা
মশা মশাইয়েরা সুযোগ বুঝেই ঢালছে জহর !  


কর্তারা বললও কত কথাই
ওদের লাজ লজ্জা তো নাই
তাই সব খেয়ে এখন কানে মেরেছে মোহর ।  


আমরা যে ভদ্র আমজনতা
শুধু শুনি কি বলছেন নেতা  
মশার বহরেও বসে গুনি প্রতিশ্রুত সুদিনের প্রহর !  


রচনাকালঃ- দুপুর-১২.১২টা, শুক্রবার , ১৬ আষাঢ় ১৪২৭,
৯ জিলকদ ১৪৪১, ৩১ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।