তিন দিনের জীবন তোমার
বাঁচার তাও কত বিলাসী আশা !
তোমার প্রতিজ্ঞা বর শক্ত,
খাবেই খাবে মানুষের রক্ত ।
বিষটা ঢেলে অমৃতটা গিলে
মানুষকে বাঁচার করে দাও দুরাশা ।


না খেলেই বাঁচতে বেশী হয়তো,  
কিন্তু ঐ লোভটাই তো সর্বনাশা !  
মানুষের এই অমুল্য সম্পদ
খেয়েছ তো এনেছ বিপদ........
নিজেকে বাঁচার রাখলে না ভরসা
রক্ত খেলে নড়তে পারো না তুমি
তদুপরি যদি খাও চড় থাপ্পড় ঘষা !!


তোমাকে বুঝিয়ে কি লাভ বল ?
ঐ কর্তারাও এসব বুঝে নাকি......
ওরাও তো মানুষের রক্ত চোষা ।
তোমায় তাড়াবার সব বরাদ্দ
খেয়ে তারা আজ অভিজাত......
শালারা আগে তো ছিল ছাপোষা ।
তোমার যা হবার হয়েছে আজ
কাল তাদেরও হবে তোমারই দশা।


রচনাকাল ০১/০১/২০১৮ মিরপুর, ঢাকা।