তোরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মসির খোঁচায় যদি দুর্নীতি
কর, দেশজনতাও বেঁচো হয়ে বড় বড় যত কর্মকর্তা !  
ভেবো না শুধু তোদের রঙ্গতামাশা দেখবো বীচিকলা মুখে
পুরে, ক্ষুরধার অসি দিয়ে আমিও লিখে যাবো কবিতা....!  


মসি যদি হয় এখন সবচেয়ে বড় বিষয় দেশজাতি বেচার,
এ অসি তবে হবেনা কেন দেশজনতা রক্ষার হাতিয়ার ?  
        
বণিক শিক্ষক চিকিৎসক বিচারক ধর্ম যাজক নেতা-খেতা
কর্মকর্তা সবে আজ মেতেছ মসিকে করতে কলঙ্কিত ।
তবে ফুঁসে উঠা আমজনতার রুষে ক্ষতবিক্ষত হতে তোরা  
মসি থেকে পরিণত হওয়া অসিতে থাকো আতঙ্কিত ।


তোরা অপবিত্র লিপ্সা চরিতার্থ করবে পবিত্র দায়িত্ব নিয়ে,  
আর তোদের মনোরঞ্জনে প্রেমকাব্য লিখব ইনিয়েবিনিয়ে ?


ওরে জ্ঞানপাপীরা তোরা জানো না এই মসি এসেছিল যে
মহান আল্লাহ্‌র আরশ হতে দূর করতে ধরার অন্ধকার ?  
তার কালিতে পবিত্র বাক্য না লিখে কালিমা লেপন করছ
শ্রেষ্ঠ জাতির মুখে, কিকরে সুখে থাকে তোদের সংসার ?        


তাই তোদের নেয়া দায়িত্ব মসির মতই পবিত্র হওয়া চাই
তা বিনা আমার দিকে তাকাবে না লিখবো যাচ্ছেতাই !


রচনাকালঃ- সকাল ৭.১০টা বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪২৭,
৩ জিলকদ১৪৪১, ২৫ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।