গায়ে খাটলে তো পেটে ভাতে
বেঁচে রবে কোন মতে ।
কিন্তু বুদ্ধি খাটালে তুমিও হবে
মহান এই পৃথিবীতে  ।
অমূল‍্য ঐ মস্তিষ্কটাকে যদি না
খাটাও ভালো কাজে ।
তবে সকলেই বলবে তোমায়
তুমি তো ভীষন বাজে ।
জানো, তোমার মস্তিষ্কটা ঠিক
যেন আলাদিনের চেরাগ ।
ভেতরের মগজটাই সেই জীন
শ্রমবিনা সে হয় বিরাগ ।
আলাদিনকে ও বলেছিল কাজ
না দিলে ঘাড় মটকাবো ।
আমায় সর্বদা কাজে রাখবেন
তবেই আমি ভালো রবো ।
চাই সুচিন্তনে সর্বদাই তারে
ব‍্যস্ত রাখবো ষোলআনা ।
নচেৎ অবলীলায় হয়ে পড়বে
যে শয়তানেরই কারখানা  ।
মস্তিককে শুধু নেয়ার অভ‍্যাস
করালে চাবে সবি নিতে ।
দেওয়ার অভ‍্যাস গড়ালে সে
জগত ভরাবে দিতে দিতে ।
যে মাথাটা ব‍্যবহৃত হয় সদা
মানুষের অকল‍্যান চিন্তায় ।
ঐ মাথায় মানবতার কল‍্যানে
কিছু ভাবা ভীষন দায় ।
তাই মাথাটা খাটাই সবে শুধু
দিয়ে যাবারই জন‍্য ।
স্রষ্টার প্রতিনিধি হয়ে এ ভবে
আসাটা তবে হবে ধন‍্য ।


রচনাকালঃ- রাত ১১.০১টা, সোমচবার, ২৮ ডিসেম্বর ২০২০,  ঠাকুরগাঁও ।