আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )
চলি তার লোভে লোভে  
কিছু জিদ কিছু ক্ষোভে
আমি গাধা তাই বইছি দাদা ভিজা তুলা ।  


আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )  
সে নাকি দেবেই আমায়
ঘুরি সেই আশায় আশায়
তার যে অমন মিষ্টি কথা যায় না ভুলা ।


আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )
ঘুরছি আশায় বছর বছর
ঘুরবও হয়তো জীবনভর
ক্ষয় হয় তো হোকনা কত জুতার তলা ।


আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )
মন বসেনা কোন কাজে
দাঁত রাখছি মেজে মেজে
যদিও আমার রসুই ঘরে জ্বলেনা চুলা ।


আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )
ঘুরায় সে এদিন সেদিন
কেয়ামতের পরের দিন  
হলেও দেবে, আশায় আছি আমি লুলা ।  


আহা ! মূলা আছে মোর সামনে ঝুলা ( ২ )
সেই আশায় বেঁচে আছি
অর্থ সময় সবি খুইয়েছি
বাকি আছে এখন শুধু এই কাপড় খুলা ।


রচনাকালঃ- দুপুর-২.২১টা বৃহস্পতিবার ৯ জ্যৈষ্ঠ ১৪২৭,
২৭ রমজান ১৪৪১, ২১ মে ২০২০, মিরপুর, ঢাকা ।