মুসলমান যদি হয়ে থাকতো সবে সাচ্চা মুসলমান,  
তবে এতদিনে সবাই বুঝি ইসলামে আনিত ঈমান,  
কোরআন পাওয়ার পরও যারা;
ভিন্ন কিছুতে থাকে মাতোয়ারা;
সমাজের বড় শত্রু তারা, তারাই তো বড় বেঈমান,  
হোক না তারা যত জ্ঞানী গুণী হোকনা যতই বিদ্বান !  


খোদার সৃষ্টি খেয়ে পড়ে যারা তার বিরোধিতা করে,
ভিন্ন মতাবলম্বী বনে কাউকে মানে খোদারও উপরে,
তারা কি করে হয় মানবতাবাদী ?
কি করেই বা হয় যে উদারবাদী ?
উদারবাদীর নামে ওরা আসলে গণ্ডিবদ্ধ বৃত্তেই ঘুরে,
আর স্বীয় প্রবৃত্তির দাস হয়ে শুধু স্বার্থ চরিতার্থে মরে ।  


আমরা ঈমান হারিয়ে তার নাফরমানি করি অবজ্ঞায়,
তাইতো খোদার সাহায্যহীন হয়ে যে রয়েছি অসহায়,  
দুনিয়ায় আছে মাত্র দুই শক্তি,
কোন একজনকেই করি ভক্তি,
স্বজ্ঞানে করি স্রষ্টায় নয়তো শয়তানকে করি মূর্খতায়
মুসলমানের এমনি উন্নাসিকতায়, দুনিয়ায় চলা দায়  ।


তোমরা হয়েছ এমন বেওয়ারিশ না ঘরকা না ঘাটকা;  
বুঝও তো না শাস্তিটা যে পাচ্ছ নগদের উপর টাটকা,  
নিজকে বানিয়ে এত গুমরাহি !
আবার সুখ শান্তিও যদি চাহি-
তবে জীবন তোদের থাকবেই ত্রাহী ত্রাহীতে আটকা,  
ও মুসলমান হারাইও না ঈমান হওনা সন্তান লাটকা ।


রচনাকালঃ- দুপুর ১২.১০টা বুধবার, ১৯ আষাঢ় ১৪২৬,
২৯ শাওয়াল ১৪৪০, ৩ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা ।