ব্যবসার সাথে নিয়মিত সমাজ সেবা
করে যাচ্ছিল জনৈক ব্যবসায়ী ।
এক ভুল সিদ্ধান্তে হঠাৎ সে ব্যবসায়
হল অচিন্তিনীয়ভাবে ধরাশায়ী ।


যদিও ভাড়া করা ব্যবসায়ী প্রতিষ্ঠান
সব বন্ধ, বন্ধ রাখেনি সেবা অনুষ্ঠান


সর্বস্বান্ত ব্যবসায়ী প্রশান্ত মনে নতুন  
ভাবে দাঁড়াতে সচেষ্ট নবোদ্যমে ।
উদ্যোক্তার এমন উদ্যমের ফলভোগ  
করে সবে তারা যায়না যে দমে !


তার অনুপস্থিতিতে ভাড়া নিতে এলে
মালিক বকেয়া অনাদায়ীর কথা বলে  


মেহমানরা ব্যবসায়ীর নিন্দা জানিয়ে
বলে আমরা এমনটা আশা করিনি ।
অথচ বেচারার দুঃসময়েও ঐ সমাজ
সেবকগন কেউ সহায়তা করেনি ।


এমতাবস্থাতে আগত সেসব মেহমান  
শুধু নিজেদের গায়েই মাখল অপমান  


নাক উঁচু মেহমানের কথা শুনেই তো  
ব্যবসায়ী ‘থ’ এইটুকুই সইল না !  
বিপর্যস্ত এ সময়ে আমি কত অপমান
সয়েও তো সেবা করা ছাড়লাম না ।  


রচনাকালঃ-রাত ৯.৪২টা শুক্রবার, ১৯ আষাঢ় ১৪২৭,
১১ শাওয়াল ১৪৪১, ৩ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।