নারী-------
তুমি কি ঐ পুরুষটির পরিশ্রান্ত দেহ মনকে
একটু প্রশান্ত করতে পারো না ? যে তোমায়
সোনার তরীতে বসিয়ে অকুল সাগর দেয় পারি !


নারী-------
তুমি কি ঐ যোদ্ধা পুরুষটির একটু পাশেও
দাঁড়াতে পারো না ? জীবন যুদ্ধকারী যে পুরুষটি
তোমার জন‍্য স্বজনের সাথেও আজীবন যুদ্ধ রাখে জারি ।


নারী-------
তুমি কি একটি মাত্র পুরুষের ভরসাস্থল হতে পারো না ?
যে তোমার কান্তি ভরা নিটোল কারুকার্যময় চোখে স্বর্গসুখ
খুঁজে সব কিছুই ছাড়ি !


নারী-------
পুরুষ তো তোমার কাছে তেমন কিছুই চায় না। শুধু চায়
তুমি তার স্বপ্নের রাণী হয়ে গুছিয়ে রাখবে তার সব আশা
আকাঙ্ক্ষা বিজরিত মনের বাড়ি ।


নারী-------
পুরুষ সব হারিয়ে নিঃস্ব হলেও । শুধু তোমার নিখাদ
নিঃশর্ত  ভালোবাসায় আবার বিশ্ব জয়ের জন‍্যে তৈরী
হয়ে যে উঠে দাঁড়াতে পারে তাড়াতাড়ি !


নারী-------
তোমাকে শুধু সতী সাধ্বী কমল মসৃন মমতাময়ী আর
বিশ্বস্ত দেখতেই পরম শান্তি । যত অশান্তি তুমি হলে
প্রতারক লোভী হিংসুটে মুখরা কিংবা অহংকারী  ।


তবে হে নারী-----
তুমি কারো উষ্কানিতে বা রুগ্ন চেতনায় করো না পুরুষটির
সাথে বাড়াবাড়ি । এমনটা যারা করে নিঃসন্দেহে তারা হয়
স্বীয় সুখ বিনাশকারী হয়ও পাপাচারি ।


পরিশেষে,
প্রকৃতির ভারসাম্য বজায় না রাখার দায়ে । তার আইনে
দন্ডিত হয়ে একদা তুমিই তো করবে আহাজারি ।


রচনাকালঃ÷ রাত ১২.১৬টা, মঙ্গলবার, ১০/১১/২০২০ ঢাকা হতে দিনাজপুর বাস ভ্রমন কালে ।