আমি পুরুষ কোন নিয়ম ভাংগার গান শুনলেই
আগ্নেয়গিরির লাভা উদ্গিরনে করি বিদ্রোহ ।
তুমি নারী তোমার কমনীয়তারই পেলব হাতে  
আমার বুকে গড়ে তোল সবুজের সমারোহ ।


যুগে যুগে তোমার প্রেমের আলিঙ্গনেই হয়েছি
তাই আগ্নেয়গিরি থেকে দৃষ্টি নন্দন পাহাড় ।
অটল পাহাড় হয়ে মাথা উঁচু করে আছি বলেই
তুমি সাজিয়ে যাচ্ছ বুকে বর্ণিল ফুলের বাহার ।


আমি যোদ্ধা হয়ে করি অসুর বধ, সমাজকে দুষ্ট
মুক্ত করে গড়ি বসবাস যোগ্য শৃংখল পরিবেশ ।
তুমি যুদ্ধাংদেহীতে নয় বরং মোহনীয়তার মায়াবী  
রূপে জগতে এনে দিতে পারো শান্তির আবেশ ।  


পুরুষের চারিত্রিক দৃঢ়তা ইস্পাত কঠোরতা, কর
না প্রতিদ্বন্দ্বিতা, তুমি হও কোমল তোমারি মত।  
কঠোরে কোমলেই হয় অনাবিল সুখ, তাই নারী
পুরুষের অনর্থক দ্বন্দ্ব থেকে থেকো গো বিরত ।  


নারী-পুরুষ একে অপরে প্রতিদ্বন্দ্বী নয় পুরিপুরক
এমন শ্বাশ্বত কথায় দ্বিমত পোষণ করে যারা ।
মধুময় স্বর্গীয় প্রেম সম্পর্কের মাঝে শয়তানেরই
ইশারায় কাবাব মে হাড্ডি হয়ে থাকে তারা ।


রচনাকালঃ- বিকাল ৪.১৮টা বৃহস্পতিবার,
২৮ ফাল্গুন ১৪২৬, ১২ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।