যত ভোগবাদী দাদা দিদি কামুকের দল,
বলে একলা চল রে নারী একলাই চল ।
মানবতার আড়ালে ওরা,  
দেয় ত্বত্ত যত মন গড়া,
ঢঙ্গে বুজবে না, ওরা আসল নাকি নকল ?
সবই ছল রে ওদের এসবই ছল......!  
ওদের পাতা ফাঁদে দিয়ে পাও,
সবাই তো সব কিছুই হারাও !
তবু কেন আজও তোরা বুঝ না রে বল ?  
ওরা মুখে মুখেই বলে চলে নারীবাদী,  
তথাকার কত হারামজাদা হারামজাদি,
তোমায় ফেরি করে বেঁচে ওরা খায় ফল !
বলবে তোমায় সাহসী সাহসী !
শতজনের হতে পারবে প্রেয়সী !  
নগ্ন করে ছেড়ে বলবে ভালোবাসি,  
অতঃপর বানিয়ে বাসি পরে দাসি,  
তুমি সর্বনাশী হয়ে উদাসী পর গলে ফাঁসি !
সবই ছল রে ওদের এসবই ছল......!  
ঐসব নারী মুক্তি আন্দোলনে
ক’জন নেতানেত্রী পবিত্র মনে  
তোমার জন্য চায় গো তারা সার্বিক মঙ্গল ?
শুধু বলে একলা চল রে নারী একলাই চল ।
সত্যিকার নারীমুক্তি দিয়েছে ইসলাম,
দিয়েছে তোমার পুরুষ সমতুল্য দাম,  
যদিও তোমায় নিতে দেবে না ঐ নাম.....
প্রমাণ দিয়ে বলবে দেখ ওরা কত খল !  
তালে তালে তুমিও দেখবে না খতিয়ে তল ।    
সবই ছল রে ওদের এসবই ছল......!  
শুরু থেকেই শয়তান, খেলে এই ঘৃন্য খেলা
তোমাকেই বারেবারে বানিয়ে ছাড়ে অচল !
সে যে স্বদল বলে মহাখুশি হয়, সার্থক হয়  
তোমার চোখে অবিরল ঝরালে জল........!      


{ কবি সুব্রত দাস ( বুনো বিড়াল ) এর "একলা মেয়ে" কবিতাটি পাঠে মন্তব্য দিয়ে গিয়ে এই কবিতার আবির্ভাব । তাই তাকেই কবিতাটি উৎসর্গ করলাম }


রচনাকালঃ-রাত- ১২.৩৩টা, বৃহস্পতিবার, ৮ আষাঢ় ১৪২৭,
১ জিলহজ্জ ১৪৪১, ২৩ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।