গায়ে খেটে কেউই হয় না সফল
চাই বুদ্ধি ও সুষ্ঠু পরিকল্পনা ।
আবার দুর্ভাগ্যজনক ভাবে কভুও
না পেলে কোন নারীর প্রেরণা ।
পুরুষের সফল হওয়া যে এতো
সহজে সম্ভব না ।
তদুপরি ভালোবাসার ঐ নারীটিই
যদি করে অবহেলা ঘৃণা ।
তবে যে তার চারদিক হাহাকার
দিনেই দেখবে অন্ধকার কিনা !
স্বপ্ন সাধ আকাঙ্ক্ষারা উবে গিয়ে
বেঁচে থাকাই তার হবে যন্ত্রণা ।
হতাশার সাগরে ডুবেও যাবে সে
সর্বক্ষন শুনবে আত্মহনন মন্ত্রণা ।
তাই বলি ভালোবেসো নারে নারী
পুরুষকে অযথা ভালোবেসো না ।
ভালোবেসে তার না হলে অবশেষে
তাকে সর্বশান্ত করে দিও না ।
জানো, একটি পুরুষ সফল হলেই
অগনিত মানুষের হয় আস্তানা ।
বিফলে তার মাবাবা স্বজন বন্ধুসহ
আজীবন কাঁদবে কতজনা !
সফল সে কি করে হয় বল ? স্বপ্ন
সকল যে তোমায় ঘিরে কিনা !
তোমায় বানাতে চেয়ে রাণী রক্ত
মাংস করে পানি, জানো কি না ?
তাই কারো স্বপ্ন সারথী হতে গিয়ে
ভাই তাকে হত‍্যাকারীনি হইও না ।
তোমার হাতেই পুরুষের বাঁচা মরা
স্বীয় মিথ‍্যা সুখে বিভোর থেকোনা ।
বরং সেই পুরুষের মাঝে জলাঞ্জলি
দিয়ে হলেও তাকে ব‍্যর্থ করিও না ।


রচনাকালঃ- রাত ১০:০৮টা, শনিবার, ৯ আশ্বিন ১৪২৯, ২৪ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।