আগে ছিলাম আমি শুধু  
সুন্দরের পুজারী ।
পরে দেখি হয়ে উঠেছি
কিছু গুন বিচারী ।
নারী মানে বুঝেছিলাম
তারা শুধু প্রিয়জন ।
কখনো বুঝিনি জীবনে
নারী কত প্রয়োজন ।
তুমি বুঝিয়ে গেলে নারী
ছাড়া যে পুরুষ অচল ।
পুরুষ দাঁড়াতে ব‍্যর্থ যেন
না ধরে নারীর আঁচল ।
কিন্তু বিনা তোমার মতো
এমন সুমতি নারী ।
পুরুষেরা না পেলে যাকে
সত‍্যিই থাকে আনাড়ী !
তোমার মতো নারী যদি
কেউ পেয়েও হারায় ।
দুনিয়ায় সেই সুপুরুষের
বেঁচে থাকাই দায় ।


রচনাকালঃ- রাত ৯:৪৮টা, সোমবার, ৮ কার্তিক ১৪২৯,  ২৪ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা  ।