গৃহস্বামীটি খাদ‍্য পন‍্যসহ সবই মজুদ রেখেছে
ঘরে থরে থরে কোন কিছুরই অভাব নাই ।
গৃহকত্রী শুধু রেঁধে খায় তাতেই অবোধ‍ে বলে
আমি কারোটা খাই না নিজেরটা নিজে খাই ।
স্রষ্টারই দেয়া মেধা খাটিয়ে এমনই অকৃতজ্ঞ
কতেক নাস্তিক সর্বদাই বলে চলছে তাই ।


পৃথিবীতে তিনিই দিয়ে রেখেছেন সবার সকল
প্রকার জীবন জীবিকার উপকরণ ।
মানুষ শুধু তার সমন্বয় ঘটিয়ে তৈরী করে এক
একটি ভিন্ন রূপ ভিন্ন ধরণ ।
তাও আবার তা করছে প্রকৃতিরই বাৎলে দেয়া
বিশেষ পদ্ধতি করে অনুসরণ ।


কিন্তু আজকাল দাম্ভিক কতেক অভিশপ্ত বিকৃত
মস্তিষ্কের নাস্তিক নামধারীরা চরম বিপথগামী ।
চির দুঃখ লাঞ্জনা দহন যন্ত্রণা যাদের হয়েছেও
অনুগামী, তাই করছে অসীম বাঁদরামী ।
আদতে মহামুর্খ স্বঘোষিত এসব বুদ্ধিজীবী যে
অবাধ ভোগের জন‍্যই করছে এসব ভণ্ডামী !


মানুষ তার কৃতকর্ম দ্বারা প্রভাবিত হয়ে বদলে
ফেলে মস্তিষ্কের কর্মকাঠামো অজান্তে ।
অতঃপর একই কর্ম করতে অভ‍্যস্ত হলে পড়ে
কভু দেরী করে না যেতে কোন সীদ্ধান্তে ।
যারা পাপে অভ‍্যস্ত তারা প্রতিবন্ধকতা তুলতে
বদ্ধপরিকর তা হোক যেকোন ধর্ম সংক্রান্তে ।


তাই ধর্মই তাদের মহা বিরক্তির কারণ বলেই
তার পিছনে লেগেছে মানবতার ধুঁয়ো তুলে ।
খোঁজে দেখেছি ওরা মুখে যত ভালো বলুক না
কেন পর্দার আড়ালে বেমালুম থাকে ভুলে ।
নাস্তিক সৃষ্টি জগতের এক প্রকৃতি বিরুদ্ধ সত্তা
তারা শয়তানরই স্বরূপ শয়তানি যার মূলে ।


রচনাকালঃ- রাত ১১.১৮টা, রবিবার, ১৯ বৈশাখ ১৪২৯, ৩০ রমজান ১৪৪২, ১লা মে ২০২২, মিরপুর, ঢাকা  ।