অসুরদের কসুর যখন সীমা ছেড়েছিল
সাহিত্য মঞ্চটা আভিজাত্যে মজেছিল
প্রকৃতিকুল হয়েছিল বিতৃষ্ণায় বড্ড ব্যাকুল ।


সাম্রাজ্যবাদীরা সব লুণ্ঠিতে মাতোয়ারা
সাম্প্রদায়িকতার দ্বন্দে জনতা দিশেহারা
২৪শে মে ১৮৯৯ ফুটিল এক আশার ফুল ।


লুটেরার দল ভীত সন্ত্রস্তে হল উদ্ভ্রান্ত
গোঁড়া ধর্মান্ধরা শুনে সবাই দিকভ্রান্ত
মানব প্রেমে মজে জগত হল যে মশগুল ।


শাসকের রক্ত চক্ষুতে শাসায় তর্জনী
নির্বিবাদে প্রমিলাই হয় প্রেম সজনী
প্রেম দ্রোহের প্রতীক হল বাংলার বুলবুল ।


বাংলার অবিসংবাদিত প্রান পুরুষ তুমি
ধন্য বাঙালী সবে তোমার ললাটে চুমি  
তুমি বিস্ময় বিশ্বময় হে প্রিয়কবি নজরুল ।


তোমার মত প্রতিভার প্রতিভাত হলে
সকলে যেত হায় হিংসা বিদ্বেষ ভুলে
একাকার হত মানুষ ভুলে তাদের জাতিকুল ।


সৃষ্টির মহা জাতক তুমি গর্ব বাঙালীর
রাজার মহাত্রাস তুমি ত্রাতা কাঙালির
অতুলনীয় তুমি বাংলার অবতার হে নজরুল ।  


রচনাকালঃ- ৮.৫৩ টা রবিবার ১২ জ্যৈষ্ঠ ১৪২৬,
২০ রমজান ১৪৪০, ২৬ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।