জন্মেই জানলাম আমার সৌভাগ্য বার্তা;  
আমায় অপার কৃপা করেছেন সৃষ্টি কর্তা,  
আমিই নাকি অভিজাত, সর্বসেরা আমারই কুল !  


ধর্ম আমার মোহাম্মদের ( সা ) ইসলাম,  
বাংলার বুলবুল তুমিই নজরুল ইসলাম,  
হে আমার জগত চন্দ্র, পেলে ঐ সূর্যের অনুকুল ।

এলে রমজান; বিনা তোমার সুলিলত গান,    
কোন বাঙালী মুসলমানেরই; ভরে কি প্রাণ ?  
তুমি এ মাসে অশ্রুতে সবারই দিল কর ব্যাকুল !  
    
মোহাম্মদ-ই ( সা ) সর্বশ্রেষ্ঠ মহামানব,  
তুমিই দিলে গেঁথে দিলে হে অতিমানব,  
তুমি জানালে আমার ধর্ম ও ভাষা উভয় অতুল ।


তুমি বিচিত্র-বর্ণিল-বিস্ময়-বিদ্রোহী-বীর,    
আমায় শেখালে রাখতে সদা উন্নত শির,
সাম্য-মৈত্রী-ভাতৃত্ব-প্রেমে যে বদলালে আমূল ।  


তোমায় ভাবতে ভাবতেই হচ্ছি বিস্মিত,
তোমায় জানতে আমি প্রতিদিনে তৃষিত,  
হে প্রিয়কবি নজরুল আমি তোমাতে ব্যাকুল !


রচনাকালঃ- সকাল ৯.৩৭টা রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২৭,
৩০ রমজান, ২৪ মে ২০২০, মিরপুর, ঢাকা ।