হে নজরুল বাঙালির বুলবুল
তুমি বাংলায় ফুটিয়েছ ফুল
ছোট্ট এ জীবনটাতে তোমার
অবদান সারা বিশ্বেই অতুল ।


বিষের বাঁশী আর অগ্নিবীনা
গানের ভুবনে নেই তুমিবীনা
এতো চয়নকারী, রাগরাগীনি
সৃষ্টি আঠারো সহস্রাধিক কিনা !


মাত্র এক সিকিভাগ জীবনে
স্বকীয় সৃষ্টির নতুনত্ব ধরণে
আজীবন ঋণী রবে বাঙালি  
ভুলবেনা বাংলা থাকতে স্মরণে ।


হে ক্ষণজন্মা তুমি ক্ষণকালের
আজও তুমিই কান্ডারী হালের
বাঙালির বিপ্লবী শক্তি তুমি
চেতনা ও স্বপ্নদ্রষ্টা অন্তরালের ।


প্রেম দ্রোহ আর সাম‍্য ভাতৃত্ব
মিলিয়ে কে দিতে পারে নেতৃত্ব
তুমি ছাড়া কেউ পারেনি একা
রুখতে ঐ শোষকদের কতৃত্ব !


সেই শোষকদের বাড় বাড়ন্তে
আজ নাকাল সবে দিকদিগন্তে
চাই তোমার পুনরুত্থান আবার
নইলে সর্বহারা মোরা দিনান্তে ।


রচনাকালঃ- বেলা ৩.২৯টা, ১৪ ভাদ্র ১৪২৮,
১৯ মহরম ১৪৪৪, ২৯ আগষ্ট ২০২১, ঠাকুরগাঁও ।