নেতা আসবে বলে কথা !
বজ্র নিনাদে মাইকিং এর ভাইকিং ব্যনারে পোস্টারে
আর তোড়নের যত ধরনে ছেয়ে গেছে যথা তথা ।
নেতা আসবে বলে কথা !
দোকানে দোকানে হাহাকার ফুলগুলো সব উজার
বনে গেছে উপহার সব হয়ে গেছে মালা গাঁথা ।
নেতা আসবে বলে কথা !
ক্ষুদে শিক্ষারথীরা অগত্যায় বড় অসহায়
সেই দাঁড়িয়ে ঠায় গনগনে রোদে পুড়ছে তাদের কচি মাথা ।
নেতা আসবে বলে কথা !
ব্যস্ত মহা সড়ক আস্ত ফাঁকা রেখে বিলাশ বহুল
গাড়ীর শোভাযাত্রায় হনহন ছুটে সাইরেন বাজিয়ে অযথা ।
নেতা আসবে বলে কথা !
আবাল বৃদ্ধ বনিতাদেরও ঐ মজমায় টেনে এনে বাহিনীগুলোর
শৃঙ্খলা রক্ষার বাড়াবাড়ি লাঠি চার্জে তারা পাচ্ছেও কত ব্যথা ।
নেতা আসবে বলে কথা !
আশরাফুল মাখলুকাত মেলে দিয়ে দাত ! গরু ছাগল সেজে
দীর্ঘ প্রতীক্ষার পালা শেষে শুনবে কি? যত আ-কথা কু-কথা !  
নেতা আসবে বলে কথা !
এত আয়োজন এত আড়ম্বর নিয়েছি কোন পয়গম্বর ?
কিন্তু গণতন্ত্রী নেতার বোধ তা বিনা তার রাজনীতিই বৃথা ।
আরে নেতা আসবে না কি আসবে আসুক সেথা !
ঐ স্বার্থান্ধরা দেবে কিনা কি নেবে তো সবি
তবুও আর কতকাল ওরে বাঙ্গাল লালন করবি এই প্রথা ??