নেতা মানে কি বুঝ তুমি,
বুঝ কি তার যথার্থতা ?
নেতা মানে স্বেচ্ছা সেবক
যার অসীম মানবিকতা ।
নেতা মানে আপামর সব
জনতার মাথার ছাতা ।
নেতা মানে সকল বিপদে
আপদে যে উদ্ধার কর্তা ।
নেতা মানে অন‍্যায় রোধে
প্রতিবাদ দুঃসাহসিকতা ।
নেতা মানে বিপরীত চিত্র
যত ভীরুতা কাপুরুষতা ।
নেতা মানে অভুক্ত বিপন্ন
ছিন্নমূল মানুষের ত্রাতা ।
নেতা মানে বিনয়াবনত চিত্ত
যার দেখায় না ধৃষ্টতা ।
নেতা মানে চিন্তা চেতনায়
রবে অসাম্প্রদায়িকতা ।
নেতা মানে নয়তো গ্রহিতা
সে দানবীর এক দাতা ।
নেতা মানে থাকবে অটুট
যার নীতি আদর্শিকতা ।
নেতা মানে অন্ধকার পথে
আশার আলোকবর্তিকা ।
নেতা মানে জনতার ভ্রাতা
প্রজন্মের আর্দশ পিতা ।
নেতা মানে সত‍্যের প্রতিক
বজায় রাখবে বিশ্বস্ততা ।
নেতা মানে দারিদ্রতা দূরী-
করণে শেখায় স্বনির্ভরতা ।
নেতা মানে ক্ষমতা পেয়েও
করে না বিশ্বাসঘাতকতা ।
নেতা মানে শত্রুতা বিনাশে
আনে বিশ্বজনীন মমতা ।
নেতা মানে নেই যে তোমার
চলার অবাধ স্বাধীনতা ।
নেতা মানে তোমার থাকবে
সমাজের সব দায়বদ্ধতা ।
কিন্তু আফসোস, নেতা হয়ে
কতজনে করছে বর্বরতা !
নেতা সৃজনে দেশেও চলছে
যত অনিয়ম যাচ্ছে তা ।
তাই মনে হয় নেতা তো নয়
যেন একেকটা জংলি কুত্তা !


রচনাকালঃ- রাত ৯.১৯টা, মঙ্গলবার, ০১/১২/২০২০
ঠাকুরগাঁও ।